Header Ads

Header ADS

Pronoun reference

Pronoun reference
পূর্ববর্তী বাক্যের Antecedent অনুযায়ী যে Pronoun পরবর্তী বাক্যে বসে অর্থের দূর্বোধ্যতা দূর করে সেই Pronoun টিকে Pronoun Reference বলে।
নিম্নের কারণসমূহের জন্য Pronoun Reference র ভূল হয়ে থাকে।
1. Error of Too Many Antecedents
2. Error of Hidden Antecedents
3. Error of No Antecedents At All
4. Error of Pronoun Agreement with Anticident
1. বাক্যে ব্যবহৃত Pronoun টি যদি পূর্ববর্তী একের অধিক Noun কে নির্দশ করে তাহলে এ ধরনের Pronoun র ব্যবহার ভূল হয়।(বিষয়টিকে একটি গল্পের মাধ্যমে বলা যায়- একটি পরিবারে বেশক'জন সদস্য থাকতে পারে। তাই বলে কি সবাই পরিবার প্রধান? অবশ্যই না! প্রধান কেবল একজনই। তাই নয় কি? অবশ্যই তাই! তেমনিভাবে যে Pronoun টি ব্যবহারকরা হয়েছে তার কিন্তু একটিই Antecedent হতে হবে। পরিবারে যেমন প্রধান ব্যতীত অন্যরা গৌণ ভূমিকা রাখে তেমনি একের অধিক Antecedent থাকলে অর্থানুযায়ী প্রধান Antecedent ব্যতীত বাকীরা নামে মাত্র থাকে।)
For Example:
The supervisors told the workers that they would receive Eid bonus.

লক্ষনীয় বিষয় হচ্ছে-they, pronoun টি তার পূর্বে উল্লেখিত the workers না কি The supervisors কে নির্দেশ করছে তা কিন্তু স্পষ্ট নয়। তাহলে এর সমাধান কি? সমাধান হচ্ছে বাক্যের অর্থানুযায়ী pronoun টির স্থলে উপযুক্ত noun, the workers ব্যবহার করতে হবে। এমন কি noun থাকলে pronoun হবে।
2. বাক্যে ব্যবহৃত Pronoun টি যদি পূর্ববর্তী কোন Noun কে নির্দশ না করে অন্য কোন Parts of speech e.g. adjective, adverb, participle, possessive কে নির্দেশ করে তাহলে Pronoun র ব্যবহার ভূল হয়।(বিষয়টিকে একটি গল্পের মাধ্যমে বলা যায়- একটি পরিবারে বেশক'জন সদস্য থাকতে পারে। তাই বলে সবাই কি ভাল? অবশ্যই না! কেউ না কেউ কুলাঙ্গার হতেই পারে! তাই নয় কি? অবশ্যই তাই! এ ক্ষেত্রে থানা-পুলিশ কুলাঙ্গারকে খুঁজে বের করে শাস্তি প্রদান করে। তেমনিভাবে যে Pronoun টি ব্যবহার করা হয়েছে তার যদি কোন Antecedent না থাকে। সে ক্ষত্রে থানা-পুলিশ যেমন কুলাঙ্গারকে ধরে শাস্তি দেয় তেমনি দেয়া বাক্যের অর্থানুযায়ী Noun নামক একটা Antecedent ধরে নিতে হবে।)

For Example:
Raj called Suleman's house but he never answered the phone.লক্ষনীয় বিষয় হচ্ছে-he, pronoun টি তার পূর্বে উল্লেখিত কাকে নির্দেশ করছে তা কিন্তু স্পষ্ট নয়। আরযদি Raj কে নির্দেশ করে তাহলে বাক্যটি তার বৈশিষ্ট্যহারাবে। তাহলে এর সমাধান কি? সমাধান হচ্ছে বাক্যের অর্থানুযায়ী pronoun টির স্থলে উক্ত Parts of speech e.g. adjective, adverb, participle, possessive থেকে উপযুক্ত noun ব্যবহার করতে হবে। এখানে Suleman হবে।এমন কি noun থাকলে pronoun হবে।3. বাক্যে ব্যবহৃত Pronoun টি যদি পূর্ববর্তী কোন Antecedent ছাড়া ব্যবহার করা হয়। তাহলেও Pronoun র ব্যবহার ভূল হয়। এই ধরনের Pronoun র ব্যবহারকে Orphan pronoun বলে।(বিষয়টিকে একটি গল্পের মাধ্যমে বলা যায়- একটি পরিবারে বেশক'জন সদস্য থাকতে পারে। তাই বলে সবাই কি বেঁচে থাকে? অবশ্যই না! সময়ের যাতাকলে কোন এক সড়ক দূর্ঘটানায় কোন একজনকে জীবিত রেখে বাকীরা সব উপরে চলে গেল। আর জীবিত ব্যাক্তিটি এথিম বনে গেল! তাই নয় কি? অবশ্যই তাই! এ ক্ষেত্রে হৃদয়বান কাউকে খুঁজে সেই এথিমের অভিবাবক করে দেই। তেমনিভাবে যে Pronoun টি ব্যবহার করা হয়েছে তার যদি কোন Antecedent না থাকে। সে ক্ষত্রে বানানো অভিবাবকের মত দেয়া বাক্যের অর্থানুযায়ী Noun নামক একটা Antecedent ধরে নিতে হবে।)

♣For Example:
Though Saheb Ali is rich, he made no use of it.লক্ষনীয় বিষয় হচ্ছে-it, pronoun টি তার পূর্বে উল্লেখিত কাকে নির্দেশ করছে তা কিন্তু স্পষ্ট নয়। আরযদি rich কে নির্দেশ করে তাহলে বাক্যটি তার বৈশিষ্ট্যহারাবে। কারণ rich ত adjective আর adjective তো কখনো antecedent হতে পারে না। তাহলে এর সমাধান কি? সমাধান হচ্ছে বাক্যের অর্থানুযায়ী pronoun টির স্থলে উপযুক্ত noun ব্যবহার করতে হবে। এখানে his riches হবে। এমন কি noun থাকলে pronoun হবে।4. বাক্যে ব্যবহৃত Pronoun টি পূর্বে উল্লেখিত নিয়ম অনুসরণ করে তার Antecedent র Number, Person ও Gender র নিয়ম অনুযায়ী ব্যবহার করতে হবে। অার যদি ইহার ব্যত্যয় হয় তাহলে Pronoun র ব্যবহার ভূল হয়।(বিষয়টিকে একটি গল্পের মাধ্যমে বলা যায়- একটি পরিবারে বেশক'জন সদস্য থাকতে পারে। তাই বলে সবাই কি বেঁচে থাকে? অবশ্যই না! সময়ের যাতাকলে কোন এক সড়ক দূর্ঘটানায় কোন একজনকে জীবিত রেখে বাকীরা সব উপরে চলে গেল। আর জীবিত ব্যাক্তিটি এথিম বনে গেল! তাই নয় কি? অবশ্যই তাই! এ ক্ষেত্রে সেই এতিম ব্যাক্তিকে বেশ টাইটে থাকতে হয়। অর্থাৎ তাকে অাদব কায়দায় চলতে হয়। তেমনিভাবে যে Pronoun টি ব্যবহার করা হচ্ছে উপরেলিখিত নিয়মানুযায়ী Antecedent র Number, Person ও Gender অনুযায়ী ব্যবহার করতে হবে।)

♣For Example
The headmaster along with his assistant teachers has succeeded in their attempt.লক্ষনীয় বিষয় হচ্ছে-their, pronoun টি তার পূর্বে উল্লেখিত teachers কে নির্দেশ করছে যা সঠিক নয়। কারণ with, along with, as well as, and no, accompanied by etc দ্বারা যুক্ত একের অধিক শব্দ Subject হিসেবে ব্যবহৃত হলে এগুলোর পূর্ববর্তী শব্দানুযায়ী pronoun বসে । তাহলে এর সমাধান কি? সমাধান হচ্ছে study the rules of pronoun agreement। এখানে his হবে।

No comments

Powered by Blogger.