HSC Syllabus
1.article: তোমরা এই টপিকটা পারো আশা করি। এইটা অনেকটা কমন সেন্সের বিষয়। আর কিছু বললাম না। এইখানে a, b, c, dদিয়ে শুধু উত্তরটা লিখবা।
2.preposition: এই টপিকটা আসলে একটু কঠিন। কারন অনেক সময় পারা যায় না। কিন্তু তোমরা যদি appropriate preposition চাপ্টারটা পড়ে নিতে পারো তাহলে ভালো হবে।এই appropriate preposition টা কিন্তু ভবিষ্যতেও তোমার অনেক দরকার হবে। তাই যদি সময় পাও পড়ে নিয়ো।এইখানেও শুধু উত্তর লিখবা।
3.phrase & idiom: এই টপিকটা খুব সহজ। যেকোন গ্রামার বই দেখে এই চাপ্টারটা পড়লেই দেখবা পারবা। এইখানেও শুধু উত্তরটা লিখবা। কিছু phrase আছে যেগুলার মাঝে অন্য word বসে। যেমন: "what does.......looklike" এইসব ক্ষেত্রে মাঝের word টা সহ উত্তর লিখবা। "would rather" আর "had better" নিয়ে বেশ একটু confusion হয়। এইটা clear করে দেই। যেইখানে "would rather" বসবে ওই sentence এ "than" word টাও বসবে। মানে পুরো phrase টা হল "would rather........than"। আর "had better" এ এইরকম কিছু থাকে না। "had better" এর আর একটা অর্থ উচিত(should).I would rather die than beg.(আমি মারা যাবো তাও ভিক্ষা করবো না)I had better die.(আমার মারা যাওয়া উচিত)। পার্থক্যটা বুঝতে পারছ?
4.completing sentence: এইটা পারা উচিত। অনেকদিন থেকেই এই টপিকটা তোমরা দেখে আসছো। শুধু tense & condition গুলা একটু খেয়াল করলেই পারবা।এইটা কিভাবে লিখবা ওইটা বলি-মনে করো দুইটা বাক্য আছে। ২য় বাক্যে শুন্যস্থানটা আছে। তো তুমি ২য় বাক্য পুরাটা লেইখা শুন্যস্থান পূরণ করবা। মানে যেই sentence এই শুন্যস্থান থাকবে শুধু ওই sentence টাই লিখবা আর শুন্যস্থানের নিচে underline করে দিবা। শুন্যস্থানবিহীনsentence গুলা লিখার কোনই দরকার নাই।
5.right form of verbs: সেইম কথা। অনেকবার পড়ছ। tense খেয়াল করলেই পারবা।শুধু উত্তর লিখবা।
6.transformation of sentence: সহজ না হলেও বেশি কঠিনও না। তবে একটা secret শেয়ার করি।transformation এর অনেক অনেক রুলস আছে। এতগুলা মনে রাখা একটু কষ্টকর। তাই transformation শিখবা বাংলা meaning ব্যাবহার করে। মানে যেই sentence টা transform করতে বলবে ওইটা প্রথমে মনে মনে বাংলাতে translate then transform করে নিবা। তারপর এই transformed বাংলা sentence টাকেই English এ translate করবা। এই method টা কাজে লাগাতে পারলে আর transformation এর এত্ত এত্তরুলস মুখস্ত করা লাগবে না।(এই কাজটা তখনই পারবা যখন ইংরেজিকে বাক্য গঠনের মোটামুটি একটা দক্ষতা তোমার থাকবে। আর এই ক্ষমতাটা পরবর্তিতেও তোমার অনেক কাজে লাগবে)
7.narration:এইটা দুইভাবে আসতে পারে। direct to indirect এবং indirect to direct. এইগুলার নিয়ম বই খুললেই পাবা। আমি শুধু কয়েকটা জিনিস বলবো যেইগুলা তোমরা একটু বেশি ভুলকরো। said & told:- said এর পরে object বসাতে হলে একটা"to" use করতে হয়। told এর ক্ষেত্রে সরাসরিই বসানো যায়। যেমন: He said to me. আর He told me. wish & pray:-আমরা যখন Allah/God এর কাছে কোনোকিছু চাই/প্রার্থনা করি তখন "pray" use করবো। আর অন্যসব সময়"wish" ব্যবহার করবো। আবার passage narration এ কোনো বক্তার একাধিক উক্তি থাকলে উক্তিগুলাকে লিখার উপায় বলি- assertive বাক্য হলে told>added>further added বা said>also said>again said>further said আর interrogative বাক্য হলে asked>also asked>again asked>further asked এইভাবে লিখতে পারো।8.pronoun reference:এই টপিকটা যারা সিলেবাসের অন্তর্ভুক্ত করছে তারা তো বুইঝাই করছে, but যারা বোর্ড question করবে তারা এই টপিকটা বুঝে কিনা আমার সন্দেহ হয়।(এত বড় একটা কথা বইলা ফেললাম, তাই ব্যাখ্যা করাটাও আমার দায়িত্ব)। তোমরা জানো যে এইখানে একটা অনুচ্ছেদ থাকে, ওইখানে কিছু unclear pronoun থাকে যেগুলাকে clarify করতে হয়। এইটায় নাম্বার ৫। কমন সেন্সেই বলা যায় যেহেতু নাম্বার ৫, সেহেতু unclear pronoun ৫ টা হবে কিন্তু মজার বিষয় হলো অনেক ক্ষেত্রেই দেখা যায় এই সংখ্যাটা ৫ এর চেয়ে বেশি। তো সেক্ষেত্রে number distribution কেমনে পসিবল আমি বুঝি না। আবার আর একটা বলি। unclear pronoun বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি যে, একটা pronoun exactly কোন noun কে indicate করতেছে তা বুঝা না গেলে সেটাই unclear pronoun. যেমন: I have a mobileand a laptop. I will sell "it" tomorrow. এইখানে "it" আসলেল্যাপটপকে নাকি মোবাইলকে indicate করছে বুঝা যায় না। তাই এইখানে "it" হলো unclear pronoun. কিন্তু অনেক সময় পুরাটা passage পড়ার পরেও তুমি কোনো unclear pronoun পাবা না। সবই তুমি বুঝতেছ, মানে সবই clear। এইটা তোমার দোষ না, প্রশ্নকর্তার দোষ। যাই হোক, এইরকম গ্যাঞ্জামে পরলে কি করবা তাই বলি-প্রথমেই অনুচ্ছেদেযতগুলা pronoun আছে সবগুলা প্রশ্নের মধ্যেই underline করবা। এরপর যেই ৫ টা সবচেয়ে unclear মনে হয় ওই ৫ টা clear করবা। অনেক সময় ৫ টার জায়গায় হয়তো ৬/৭ টাunclear মনে হইতে পারে। এইগুলাও clear করবা।(কারন ৬/৭ clear করলেও এইগুলার মধ্যেই যদি আসল ৫ টা থাকে তুমি full marks ই পাবা। কিন্তু যদি তুমি ৫ টা clear করলা, কিন্তু ৫ টার মধ্যে আসল ১ টা বাদ পইরা গেলো, সেক্ষেত্রে নাম্বার কম পাবা।) তাই safe থাকার জন্য যেইকয়টা(৭ টার বেশি না) unclear মনে হয়, সবগুলাই clear করে দিয়ে আসবা। এইটা যেভাবে লিখবা- পুরাটা প্যারা লিখে যেই pronoun গুলা clear করবা ওইগুলার নিচে underline করবা।
9.modifiers:modify করা মানে বিশেষায়িত করা। যে শব্দ অন্য কোনো কিছুকে modify করে তাই modifier. এইখানে শুন্যস্থান থাকে, আর শুন্যস্থান পূরণের জন্য 1st ব্রাকেটের ভিতর কিছু নির্দেশনা থাকে। modifier ভালো পারার জন্য এই নির্দেশনাগুলা বুঝা দরকার। তার আগে আর একটা জিনিস clear করি-"pre modify" মানে হলো কোনো নির্দিষ্ট শব্দের আগে শব্দ বসিয়ে modify করা, আর "post modify" মানে কোনো নির্দিষ্ট শব্দের পরে শব্দ বসিয়ে modify করা। এই টপিকটার জন্য একটা পিক দিলাম।আর এইটার শুধু উত্তরগুলা লিখবা a,b,c,d দিয়ে।
10.connectors:connectors হলো সেই word/words যা অন্য কোনো কিছুকে connect করে। connector গুলা দুইটা বাক্যের মাঝে বসেএবং paragraph এর flow ঠিক রাখে। একটা উদাহরণ দেই- Mr. Rahim is a rich man and he has a lot of money. বাক্যটা ঠিক আছে। একজন rich man এর অনেক টাকা থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু যদি এটা বলতাম, Mr. Rahim is a rich man but he has a lot of money. এইখানেই connector এর ভুল প্রয়োগ হইছে। এইখানে "but" ব্যাবহার করাটা ভুল। তো এইটাই বুঝাইতে চাইলাম যে বাক্যের অর্থের দিকে খেয়াল রেখে connectors ব্যাবহার করবা। অনেক সময় দেখা যায়, তুমি বুঝতে পারছো শুন্যস্থানে কিরকম শব্দ বসবে কিন্তু exact শব্দটা মাথায় আসতেছে না। এই সমস্যা যাতে না হয় তার জন্য একটাপিক দিলাম। এইখানে একই অর্থবোধক কিছু শব্দ আছে। এইগুলা মনে রাখলেই হবে। আর একটা কথা। অনেকের মনেই প্রশ্ন আসে যে একটা শব্দ একাধিকবার ব্যাবহার করা যাবে কিনা। উত্তর হচ্ছে, যাবে। তুমি একটা শব্দ ৫ বারওব্যাবহার করতে পারো। এইটার উত্তরও শুধু a,b,c,d দিয়ে লিখবা
11.synonym & antonym:কি বলবো? পড়তে হবে বেশি বেশি।
12.punctuations: এইটাও আসলে "আজাইরা টপিক"। আমার মনে হয় এই টপিকটা add করছে কারন fb তে অনেকেই assertive sentence এর পর "!!" exclamation mark দেয়। আল্লাহ জানে কেন দেয়। যাই হোক এইটা আসলে practice এর উপর নির্ভর করে। আর এই topic এও একটু সমস্যা আছে। প্রশ্নে বলা থাকে punctuation mark ঠিক করতে। কিন্তু তুমি দেখবা অনেকে স্থানে আমাদের small letter>capital letter করতে হয়। কিছুই করার নাই। প্রশ্নকর্তারা এতকিছু বুঝলে তো হইতোই। by the way, চেষ্টা করবা ১০ টা punctuation mark ঠিক করার(সাথে free free কিছু letter ও capital করে দিবা)। আমি এই টপিকটা নিয়ে বেশকিছু দিন ইন্টারনেট ঘাটছিলাম and কিছু specific নিয়মও পাইছিলাম।(যেমন:Hi, Hello, Dear কোনটার পরে কি punctuation mark বসে।) কিন্তু প্রকৃতপক্ষে এইগুলা আসলে তেমন একটা কাজে আসে না। কারন board exam এর উত্তরমালায় তো আর ইন্টারনেটের কোনো কিছু দিলে লাভ হবে না।এই টপিকটা পুরাটা লিখতে হবে তো বুঝতেই পারছো আর যেইখানে punctuation আর capital letter করবা ওইখানে underline করে দিয়ো।
১৩.letter/email: letter তোমরা পারো। ইমেইল বাংলা ২য় পত্রেও বলছি। (cc bcc দিলে ভালো। না দিলেও নাম্বার কাটবে না। আর এক পেজে শেষ করবা)
১৪.report(newspaper): যেহেতু newspaper এর reporterহিসেবে report করবা তাই খাম দিতে হবে না। চেষ্টা করবা দুই পেজ লিখতে(বাম পাশ থেকে শুরু, ডান পাশে শেষ)
১৫.paragraph: পিচ্ছিবেলা থেকেই পড়ে আসছো। তাই নিয়ম তো জানই। আমি নিজেরটা বলি, আমি খুব সুন্দর কইরা ৩ পেজ লিখতাম। সবগুলা প্রশ্নের উত্তরসহ ৩ পেজ। তোমরা ৩/৪ পেজ লিখবা।১৬.composition:নিয়ম বলি- প্যারা করবা, কিন্তু প্যারার নাম দিবা না।(দিলে ওইটা essay হয়ে যাবে,composition থাকবে না)। ১০ পেজের মত লিখার চেষ্টা করবা। (আমি নিজে কিন্তু আরো বেশি লিখতাম)। তাই একটু গ্যাপ ট্যাপ দিয়া ১০ পেজ বানাইবা।That's all for today.....Hope u will be benefited.
No comments