Header Ads

Header ADS

শ্রেনীঃ ৬ষ্ঠ, বিষয়ঃ বিজ্ঞান

ছয়গ্রাম উচ্চ বিদ্যালয়
মিড টার্ম পরীক্ষা-২০১৭
শ্রেণীঃ ৬ষ্ট
বিষয়ঃ বিজ্ঞান
১। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
প্রাপ্তি ও প্রিতি ছুটিতে গ্রামের বাড়ি বেড়াতে যায়। একদুন তারা গ্রামে ঘুড়তে বেড়িয়ে উদ্ভিদ কান্ডের বিভিন্ন ধরনের বিন্যাস বিশেষভাবে লক্ষ করল।এদের মধ্যে কোন্টির শাখা প্রশাখা মঠ আকৃতির আবার কোনটির গম্ভুজ আকৃতির। এই কান্ডগুলোর আকৃতি ও কাজ সম্পর্কে জানতে তারা কৌতুহলি হয়ে উঠল।
ক) মুল কাকে বলে?
খ) আম গাছের পাতার ধরণ ব্যাখ্যা কর।
গ) প্রাপ্তি ও প্রমির পর্যবেক্ষনকৃত উদ্ভিদ কান্ডের কাজ বর্ননা কর।
ঘ) তুমি কীভাবে প্রাপ্তি ও প্রমির পর্যবেক্ষনকৃত কান্ডের শাখা প্রশাখার বিন্যাসকে আলাদা করবে? ব্যাখ্যা কর।

২।
ক)সালোকসংশ্লেষণ কাকে বলে?
খ)সালোকসংশ্লেষণ প্রধানত উদ্ভিদের পাতায় সংঘটিত হয় কেন?
গ) P বেলজারে মোমবাতিটি জ্বলে থাকার কারণ ব্যাখ্যা কর।
ঘ) চিত্রে প্রদর্শিত অবস্থায় Q  বেলজারের গাছটি বেচে থাকবে কি?  উত্তরের পক্ষে যুক্তি দাও।

৩। ঔষুধ খাওয়ানোর সময় আদিল প্রতিবারই লক্ষ করে মা ঔষুধের বোতল ঝাকিয়ে নেন।  কিন্তু দুধ খাওয়ানোর সময় ঝাকান না।
ক) অসমস্বত্ব মিশ্রণ কী?
খ) দ্রবনীয়তা বলতে কি বুঝায়?
গ) ঔষুধের বোতল কেন আদিল এর মা ঝাকিয়ে নেন ব্যাখ্যা কর।
ঘ) মিশ্রণ দুটি কি একই?  তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।

বহুনির্বাচনী-২০
১। কান্ডের সাথে পাতা যে কোন সৃষ্টি করে তার নাম_
ক)পর্ব খ) মুকুল গ)পর্বমধ্য ঘ) পত্রকক্ষ
২। উদ্ভিদের যে অংশগুলো মাটির উপ্রে থাকে, তাকে কি বলে?
ক)বিটপ খ) কান্ড গ)পাতা ঘ)মুল
৩।আরোহী মুল কোন গাছে হয়?
ক)বট খ)পান গ)ধান ঘ) কেয়া
৪। কোনটির পাতা আমরা খেয়ে থাকি?
ক) পালং খ)বাদরলাঠি গ) গাজর ঘ)আম
৫)উৎপত্তি ও অবস্থান অনুসারে মুল কত প্রকার?
ক)২  খ)৩  গ)৪  ঘ) ৫
৬। পাতার কয়টি অংশ?
ক) ২ খ) ৩  গ) ৪  ঘ) ৫
৭।কোন জৈব রাসায়নিক প্রক্রিয়ায় শক্তি নির্গত হয়?
ক)শ্বসন  খ)সালোকসংশ্লেষণ। গ) প্রস্বেদন। ঘ) অভিস্রবন
৮। তাপ শক্তি সরবরাহকারী প্রক্রিয়া কোনটি?
ক) ব্যাপন খ) সালোকসংশ্লেষণ। গ) প্রস্বেদন ঘ) স্বসন।
৯ কোন ধরনের উদ্ভিত দেহতল দিয়ে পানি শোষণ করে?
ক)উভচর। খ) মুক্ত ভাসমান  গ) আবদ্ধ ভাসমান  ঘ) নিমজ্জিত জলজ
১০। প্রানীকুলের জন্য ক্ষতিকর কোনটি?
ক) অক্সিজেন। খ) নাইট্রোজেন। গ)ফসফরাস  ঘ) কাবর্ন ডাই অক্সাইড
১১। সালোকসংশ্লেষনে কিসের উপস্থিতি একান্ত প্রয়োজন?
ক) সুর্যালোক। খ) কার্বন ডাই অক্সাইড। গ) ক্লোরোফিল  ঘ) পানি
১২। আলোর প্রধান উৎস হল-
ক) চন্দ্রালোক খ) বালব গ) সুর্যালোক। ঘ) সৌর বিদুৎ
১৩। কোষের কোথায় শ্বসন ঘটে?
ক) অবাধ শ্বসন খ)স্ববাদ শ্বসন গ)সাইটোপ্লাজম  ঘ) নিওক্লিয়াস
১৪। জীব কাজ করার শক্তি পায় কোন মাধ্যমের সাহায্যে?
ক) শ্বসন খ)খাদ্য গ্রহন গ) পরিপাক ঘ বিপাক
১৫। নিচের কোন প্রক্রিয়ায় তাপ শক্তি নির্গত হয়?
ক)ব্যাপন খ)শ্বসন গ) অভিস্রবণ ঘ)সালোকসংশ্লেষণ
১৬। মিশ্রন কত প্রকার?
ক) ২ খ)৩ গ)৪ ঘ)৫
১৭। ঝালমুড়ি কি?
ক)দ্রবন খ)সমস্বত্ব মিশ্রণ গ)অসমস্বত্ব মিশ্রণ ঘ)ঘন দ্রবন।
১৮। ২৫ সেন্টিমিটার তাপমাত্রায় ১০ গ্রাম পানি সর্বোচ্চ কত গ্রাম লবল কে দ্রবীভুত করতে পারে?
ক) ১.২ গ্রাম খ) ২.৪ গ্রাম গ)৩.৬ গ্রাম ঘ)৪.৮ গ্রাম
১৯। বালি ও পানির মিশ্রণ কোন ধরনের মিশ্রণ?
ক) সম্পৃক্ত খ) অসম্পৃক্ত গ)সমস্বত্ব ঘ) অসমস্বত্ব
২০। নিচের কোনটি কলয়েড?
ক) দুধ খ) পানি গ) গ্লোকোজ ঘ)কোক

উত্তর পত্রঃ ১.ঘ ২.ক ৩.খ ৪.ক ৫.ক ৬.খ ৭.ক ৮.ঘ ৯.ঘ ১০.ঘ ১১. ক ১২.গ ১৩.গ ১৪.খ ১৫.খ ১৬.ক ১৭.ঘ ১৮.গ ১৯.ঘ ২০.

1 comment:

  1. সৃজনশীল প্রশ্নের উত্তর দিলে খুব উপকার হতো।

    ReplyDelete

Powered by Blogger.