বিজ্ঞান(সৃজনশীল)
Nazrul Education Care
বিষয়: বিজ্ঞান(সৃজনশীল) পূনমান:৩০
বিষয়: বিজ্ঞান(সৃজনশীল) পূনমান:৩০
১.নিচের চিত্রগুলো
দেখ এবং প্রশ্নগুলোর উত্তর
ক) মেরুদন্ডী ও অমেরুদন্ডী প্রানী কাকে বলে ?
খ) কোনোব্যাঙকে উভচর প্রানী বলা হয়
কেন?
গ) চিত্রের প্রানীর পাথক্য লেখ।
ঘ) আমাদের জীবনে প্রানীর প্রয়োজনীযতা আলোচনা কর।
২. নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর
দাও
দীপ্তি
বাবার সাথে ঢাকায় বোটানিক্যাল গাডেনে বেড়াতে যায়।সে বিভিন্ন বণের গাছপালা দেখতে পায়।পরবতীতে
সে পাশ্ববতী চিড়িয়াখানায় যায়।সেখানে সে বিভিন্ন ধরনের প্রানী দেখতে পায়।
ক)
নিওক্লিয়াস
কী?
খ) কোষের শক্তি উৎপাদন কেন্দ্র কোনটি / ব্যাখ্যা কর।
গ) দীপ্তির পযবেক্ষনকৃত উদ্ভিদ গুলো বিভিন্ন বণ ধারন করার কারন কি? ব্যাখ্যা
কর।
ঘ) দীপ্তির দেখা
জীবগুলোর কোষীয় বৈশিষ্টের তুলনা কর।
৩. নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর
উত্তর দাও
হাছানের
পড়ার ঘরের ক্ষেত্রফল ৪০ বগমিটার, দৈঘ্য ১০ মিটার এবং ১ মিটার ৫০ সে,মি:। হাছানের মা
সমআকৃতির কাপেট রাখলেন।
ক) পরিমান
কি/
খ) পরিমাপের প্রয়োজনীয়তা লিখ।
গ) পড়ার ঘরের প্রস্থ ২ মিটার ৫ সে.মি.
হলে দৈঘ্য কত?
ঘ) ১ বগমিটার কাপেট মুড়তে ১২০ টাকা খরচ হলে মোট কত টাকা খরচ হবে?
বহুনিবাচনী-২০
১. নিচের কোনটির অভাবে চারাগাছ
মারা যায?
ক) পানি খ) সার গ) কীটনাশক ঘ) রোগ
২. প্রত্যেক ক্ষেত্রে পরিমাপকে কোনটি দ্বারা প্রকাশ করা হয়?
ক) দৈঘ্য খ) প্রস্থ গ) আয়তন ঘ)একক
৩. সঠিক মান বা পরিমান নিণযে প্রয়োজনীয় ভুমিকা পালন করে কোনটি?
ক) মুল্যায়ন
খ) পরিমান গ) গননা ঘ) হিসাব= ৪. ১ কিলোমিটার সমান
কত মিটার ?
ক) ১০ খ) ১০০ গ) ১০০০ ঘ)১০০০০
৫. সময়ের একক কোনটি ?
ক) সেকেন্ড খ) মিনিট
গ) ঘন্টা ঘ) দিন
৬. ক্ষেত্রফলের একক কোন ধরনের একক?
ক) লব্ধ খ) জটিল গ) মৌলিক ঘ) সরল
৭. পৃথিবী , সূযকে পরিক্রম করতে সময় লাগে?
ক) ১বছর খ) ৩ বছর গ) ৫ বছর ঘ) ২ বছর ৮. কোনটি জীবের উদাহরন
?
ক)
ইট খ) পানি গ) পাথর ঘ) বিড়াল
৯. অপুষ্পক উদ্ভিদ গুলোকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়েছে
ক)
২ খ) ৫ গ) ঘ)৪
১০. কোন উদ্ভিদের ফুলে গভাশয় থাকে?
ক) নগ্নবীজী খ) আবৃতবীজী গ) সমাঙ্গদেহী
ঘ) পরভোজী।
১১.
জেলি মাছের ভেতরে যে গহ্বর থাকে তাকে কী বলে?
ক) সিলেন্টরন
খ) রেশম গ) প্লাস্টিড ঘ)প্রোটোপ্লাজম
১২. রাইজয়েড রয়েছে
নিচের কোনটিতে ?
ক) ছত্রাক
খ) শৈবাল গ) ফান ঘ) মস
১৩.নিচের কোনটি নিজের
খাদ্য নিজেই তৈরি করতে পারে?
ক)ফান খ)মাছ গ)
মানুষ ঘ) এ্যামিবা
১৪. যে সকল উদ্ভিদের
ফুল ও ফল হয় , তাদেরকে কোন উদ্ভিদ বলে ?
ক)সপুষ্পক খ) অপুষ্পক গ) পরবোজী ঘ)
আবৃতবীজী
১৫. কোনটি জীবের গঠন একক?
ক)কোষ খ) কলা গ) অঙ্গ ঘ) শাখা
১৬. কোনটি
এককোষী জীব?
ক)অ্যামিবা
খ)মস গ)ফান ঘ) প্লাঙ্কটন
১৭. সবপ্রথম
কোষ আবিষ্কার করেন?
ক)রবাট হুক
খ)মেন্ডেল গ)বেলিস ঘ) স্টারলিং
১৮. প্রানীদেহে থাকে না
কিন্তু উদ্ভিদ দেহে থাকে কোনটি?
ক)প্লাস্টিড খ) মাইট্রোকন্ডিয়া
গ) নিওক্লিযাস ঘ)সাইটোপ্লাজম
১৯. কোষপ্রাচীরের ছিদ্রকে কী বলে?
ক)কোষগহ্বর খ)কূপ
গ)সেন্ট্রিওল ঘ)কোণ
২০. কোষের যাবতীয় কাযাবলি নিয়ন্ত্রন করে?
ক)নিওক্লিযাস খ)কোষ গ)সা্ইটোপ্লাজম
ঘ)অ্যামিবা
No comments