সাধারণ জ্ঞান পর্ব-০১
১। উর্দুকে রাষ্ট্রে ভাষা করার প্রস্তাব গৃহীত হয় কত সালে?
উঃ ১৯৪৭ সালে।
২। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন?
উঃ নুরুল আমিন।
৩। অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন?
উঃ এ কে ফজলুল হক।
৪। যুক্তফ্রন্ট গঠিত হয় কত সালে?
উঃ ১৯৫৩ সালে।
৫। ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী ঢাকার কোথায় আত্মসমর্পন করেন?
উঃ তৎকালীন রেসকোর্স ময়দানে।
৬। ঐতিহাসিক ছয়দফা কে ঘোষণা করেন?
উঃ শেখ মুজিবুর রহমান।
৭। বঙ্গ ভঙ্গ করেন কে?
উঃ লর্ড কার্জন।
৮। বঙ্গ ভঙ্গ হয় কত সালে?
উঃ ১৯০৫ সালে।
৯। বাংলাদেশ কত বছর পাকিস্তানের সাথে যুক্ত ছিল?
উঃ ২৪ বছর।
১০। মুক্তিযুদ্ধের সময় কোন সেক্টের কোন সেক্টর কমান্ডার ছিলনা?
উঃ ১০ নং সেক্টরে।
১১। ঐতিহাসিক ছয়দফা কত সালে ঘোষণা করা হয়?
উঃ ১৯৬৬ সালে।
১২। ভাষা আন্দোলনের পথ প্রদর্শক খ্যাত ছিলেন কে?
উঃ ধীরেন্দ্র নাথ দত্ত।
১৩। মুক্তিযুদ্ধের সময় ঢাকা কয় নং সেক্টরের অধীনে ছিলো?
উঃ ২ নং সেক্টরের অধীনে।
১৪। মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম কয় নং সেক্টরের অধীনে ছিলো?
উঃ ১ নং সেক্টরের অধীনে।
১৫।মুক্তিযুদ্ধের সময় যশোর কয় নং সেক্টরের অধীনে ছিলো?
উঃ ৮ নং সেক্টরের অধীনে।
১৬।মুক্তিযুদ্ধের সময় রাজশাহী কয় নং সেক্টরের অধীনে ছিলো?
উঃ ৭ নং সেক্টরের অধীনে।
১৭।মুক্তিযুদ্ধের সময় সমুদ্র অঞ্চল কয় নং সেক্টরের অধীনে ছিলো?
উঃ ১০ ননং সেক্টরের অধীনে।
১৮।মুক্তিযুদ্ধের সময় বরিশাল কয় নং সেক্টরের অধীনে ছিলো?
উঃ ৯ নং সেক্টরের অধীনে।
১৯। স্বাধীন ভারতের প্রথম গভর্নর কে ছিলেন?
উঃ লর্ড মাউন্ট ব্যাটেন।
No comments